উচ্চ মাধ্যমিক প্রসপেকটাস
Description: আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আর্থ সামাজিক ও অন্যান্য প্রতিবন্ধকতার জন্য যথাযথ বয়সে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেননি বা এখনও পারেন না | তাদের কাছে শিক্ষাকে পৌঁছে দেবার উদ্দেশ্যে মুক্ত শিক্ষার প্রয়োজন | পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ সমাজের এই বিভিন্ন মানুষের কাছে উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে | পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা ভারতবর্ষের যেকোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে|
মাধ্যমিক প্রসপেকটাস
Description: "সকলের জন্য শিক্ষা" - এই লক্ষ্যে এ রাজ্যে ১৯৯৭ সালে 'রাজ্য মুক্ত বিদ্যালয়' প্রতিষ্ঠা করা হয়েছিল যা পরবর্তীকালে 'রবীন্দ্রমুক্ত বিদ্যালয়' নামে নিবন্ধীকৃত হয় | রবীন্দ্রমুক্ত বিদ্যালয় ১ লা জানুয়ারী ২০০৭ থেকে 'পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ' নামে অভিহিত হয়েছে | নবসাক্ষর, প্রথাগত মাধ্যমিক পরীক্ষায় অনুর্ত্তীর্ণ ছাত্র ছাত্রী, কর্মহীন অথবা স্বনিযুক্ত যুবক যুবতী, পূর্ণ বা আংশিক সময়ের কর্মী, শ্রমজীবি, কৃষিজীবী, বয়স্ক পুরুষ মহিলা ও সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীই মুক্তশিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্যসথল | এদের বিশেষ পরিস্থিতি বিবেচনা করে কিছুটা শিথিল এবং নমনীয় নিয়মবিধি প্রণয়ন করা হয়েছে |